Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

কোমরে ব্যাথা কি কিডনি রোগের লক্ষণ?

কোমরে ব্যাথা কি কিডনি রোগের লক্ষণ?

কোমরে ব্যথা সবসময় কিডনি রোগের লক্ষণ নয়। কোমর ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে—মাংসপেশী, হাড়, স্নায়ু কিংবা অন্য কোনো সমস্যার কারণে। তবে কিছু ক্ষেত্রে কিডনির সমস্যায়ও কোমর বা পিঠের দুপাশে ব্যথা হতে পারে।

কিডনির সমস্যায় কোমর ব্যথার বৈশিষ্ট্য:

  • সাধারণত পিঠের দু’পাশে (মেরুদণ্ডের একটু উপরে, পাঁজরের নিচে) ব্যথা অনুভূত হয়।
  • ব্যথা কখনো তীব্র (হঠাৎ ছুরি দিয়ে খোঁচানোর মতো) আবার কখনো মৃদু হতে পারে।
  • মূত্রে পরিবর্তন দেখা দিতে পারে—যেমন ঘোলা প্রস্রাব, প্রস্রাবে রক্ত, প্রস্রাবের সময় জ্বালা বা ঘন ঘন প্রস্রাবের চাপ।
  • শরীর ফুলে যাওয়া (বিশেষ করে চোখের নিচে বা পা ফুলে যাওয়া)।
  • জ্বর, বমি বমি ভাব বা দুর্বলতার মতো উপসর্গ থাকতে পারে।

অন্যদিকে সাধারণ কোমর ব্যথা হয়:

  • দীর্ঘ সময় বসে থাকা বা ভারী জিনিস তোলা।
  • হাড়ের সমস্যা (স্পন্ডিলাইটিস, ডিস্ক সমস্যা, অস্টিওআর্থ্রাইটিস ইত্যাদি)।
  • মাংসপেশীর টান বা স্নায়ু চাপে যাওয়ার কারণে।

👉 যদি আপনার কোমর ব্যথার সঙ্গে প্রস্রাবের কোনো সমস্যা, শরীর ফুলে যাওয়া, জ্বর বা অস্বাভাবিক ক্লান্তি থাকে, তবে অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত।

Share Views: 175