Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

চোখের ৫ লক্ষণই বলে দেয় আপনার কিডনি কোন অবস্থায় আছে।

চোখের ৫ লক্ষণই বলে দেয় আপনার  কিডনি কোন অবস্থায় আছে।

একদম ঠিক বলেছেন 👁️ — চোখের কিছু পরিবর্তন আসলেই কিডনির স্বাস্থ্যের ইঙ্গিত দেয়।
নিচে চোখের ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেওয়া হলো, যা দেখে বোঝা যেতে পারে কিডনির সমস্যা আছে কিনা 👇


🩺 চোখে দেখা কিডনি সমস্যার ৫টি লক্ষণ

  1. চোখের নিচে ফোলা (পাফিনেস)
    👉 সকালে ঘুম থেকে উঠলে চোখের নিচে ফুলে থাকা কিডনির প্রাথমিক লক্ষণ হতে পারে।
    কারণ, কিডনি সঠিকভাবে প্রোটিন ফিল্টার করতে না পারলে, তা প্রস্রাবের মাধ্যমে বের হয় — এতে শরীরে পানি জমে চোখ ফুলে যায়।

  2. চোখের চারপাশে কালচে দাগ
    👉 দীর্ঘদিন কিডনি দুর্বল থাকলে রক্তে টক্সিন জমে, যা ত্বকে ও চোখের চারপাশে কালচে ছাপ তৈরি করে।
    এতে আপনি ক্লান্ত বা অসুস্থ দেখাতে পারেন।

  3. চোখ শুষ্ক হয়ে যাওয়া
    👉 কিডনি শরীরে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রাখে। কিডনি দুর্বল হলে চোখ শুকিয়ে যায়, জ্বালাপোড়া বা চুলকানি হয়।

  4. দৃষ্টি ঝাপসা হওয়া (Blurry vision)
    👉 কিডনি ও চোখ দুটোই ক্ষুদ্র রক্তনালীর ওপর নির্ভরশীল।
    কিডনি দুর্বল হলে রক্তচাপ বেড়ে রেটিনার ক্ষতি (Hypertensive Retinopathy) হতে পারে, ফলে দৃষ্টি ঝাপসা হয়।

  5. চোখ লাল বা ফোলাভাবসহ ব্যথা
    👉 শরীরে ইউরিয়া ও ক্রিয়েটিনিন বেশি থাকলে তা চোখের রক্তনালীগুলোতেও প্রভাব ফেলে, ফলে চোখ লাল হয়ে যায় বা ব্যথা অনুভূত হয়।


⚠️ যদি এসব লক্ষণ একাধিক থাকে

👉 ডাক্তারের পরামর্শে নিচের টেস্টগুলো করানো জরুরি:

  • Serum Creatinine
  • Blood Urea (BUN)
  • Urine Albumin Test
  • Ultrasound of Kidney

 

Share Views: 123