Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

কিভাবে বুঝবেন ICU-তে আপনার স্বজন বেঁচে আছে কিনা?

কিভাবে বুঝবেন ICU-তে আপনার স্বজন বেঁচে আছে কিনা?

ICU-তে (Intensive Care Unit) থাকা রোগী বেঁচে আছেন কিনা তা বোঝার কিছু নিশ্চিত লক্ষণ ও যাচাইয়ের উপায় নিচে সহজ ভাষায় দেওয়া হলো—


🔍 নিশ্চিতভাবে জানার সবচেয়ে সঠিক উপায়

1️⃣ ডাক্তারের কাছে জিজ্ঞেস করুন

  • ICU-তে রোগীর অবস্থা সম্পর্কে শুধু ডাক্তারই নিশ্চিত তথ্য দিতে পারেন
  • নার্স/ওয়ার্ড বয় থেকেও জানা যায়, তবে ডাক্তারের কথাই চূড়ান্ত

🖥️ ICU-র যন্ত্র দেখে বোঝার লক্ষণ

2️⃣ মনিটরে হার্টবিট (Heart Rate) চলছে কিনা

  • মনিটরে যদি সংখ্যা ওঠানামা করে (যেমন: 60–100) → ❤️ হার্ট চলছে
  • সোজা লাইন (——) হলে → ⚠️ বিপদজনক

3️⃣ BP (রক্তচাপ) দেখাচ্ছে কিনা

  • BP রিডিং থাকলে → শরীর কাজ করছে
  • BP না দেখালে → গুরুতর অবস্থা

4️⃣ অক্সিজেন (SpO₂) লেভেল আছে কিনা

  • 90% এর ওপরে থাকলে তুলনামূলক ভালো
  • 0 বা না দেখালে → সংকেত খারাপ

😮 শ্বাসপ্রশ্বাসের লক্ষণ

5️⃣ ভেন্টিলেটর বা অক্সিজেন চলছে কিনা

  • ভেন্টিলেটরের নল নড়াচড়া করলে → শ্বাস চলছে
  • বুক ওঠানামা করলে → জীবিত আছেন

🧍 শরীরের প্রতিক্রিয়া

6️⃣ ব্যথায় সামান্য নড়াচড়া

  • হাত-পা নড়ানো, চোখ পিটপিট করা
  • কণ্ঠস্বর শুনে প্রতিক্রিয়া

⚠️ তবে ICU-তে অনেক সময় রোগী সেডেশন/ঘুমের ওষুধে থাকেন, তাই নড়াচড়া নাও করতে পারেন—এটা মানেই মৃত্যু নয়।


❌ যেসব লক্ষণ থাকলে মৃত্যু ধরা হয়

  • ডাক্তার আনুষ্ঠানিকভাবে ডেথ ডিক্লেয়ার করেন
  • মনিটরে হার্টবিট নেই
  • শ্বাস নেই
  • ডাক্তার লিখিতভাবে জানায়

📌 আইনি ও চিকিৎসাগতভাবে মৃত্যু ঘোষণা করেন কেবল ডাক্তার


⚠️ জরুরি সতর্কতা

  • বাইরে দাঁড়িয়ে শুধু মনিটর দেখে নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না
  • ভুল বোঝাবুঝি হলে মানসিক আঘাত হতে পার
Share Views: 55