Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

কিডনি ভালো রাখার উপায়।

কিডনি ভালো রাখার উপায়।

কিডনি শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনিকে ভালো রাখতে হলে কিছু অভ্যাস মেনে চলা দরকার:

✅ পর্যাপ্ত পানি পান করুন
– প্রতিদিন কমপক্ষে ২–৩ লিটার পানি খান (তবে যদি ডাক্তারের পরামর্শে পানি সীমিত করতে বলা হয়, সেটি মানতে হবে)।

✅ লবণ কম খান
– অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় এবং কিডনির ক্ষতি করে। তাই খাবারে লবণ কম ব্যবহার করুন।

✅ সুষম খাদ্য গ্রহণ করুন
– তাজা শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার বেশি খান।
– ফাস্ট ফুড, অতিরিক্ত তেল-চর্বি ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন।

✅ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
– উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনির সবচেয়ে বড় শত্রু। নিয়মিত চেকআপ করুন।

✅ ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন
– এগুলো কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়।

✅ নিয়মিত ব্যায়াম করুন
– প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম কিডনিকে সুস্থ রাখে।

✅ অতিরিক্ত ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন
– বিশেষ করে ব্যথানাশক (Painkiller) ওষুধ দীর্ঘদিন খেলে কিডনির ক্ষতি হতে পারে।

✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
– প্রস্রাব ও রক্ত পরীক্ষা করে কিডনির অবস্থা জেনে রাখা ভালো।

👉 সহজভাবে বললে: পর্যাপ্ত পানি, কম লবণ, নিয়ন্ত্রিত ডায়াবেটিস-প্রেসার, স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামই কিডনিকে ভালো রাখার মূল উপায়।

Share Views: 151