Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

চুল পড়ার কারন ও সমাধান

চুল পড়ার কারন ও সমাধান

 

চুল পড়া (Hair Fall) অনেকের জন্যই সাধারণ সমস্যা। এর পেছনে নানা কারণ থাকতে পারে এবং কারণ অনুযায়ী সমাধানও আলাদা হয়। নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো—

 

✅ চুল পড়ার সাধারণ কারণসমূহ

1. পুষ্টির ঘাটতি

• ভিটামিন (A, B-Complex, C, D, E), আয়রন, জিঙ্ক, প্রোটিনের অভাব।

2. হরমোনের অসামঞ্জস্য

• থাইরয়েড সমস্যা, পিসিওএস (PCOS), গর্ভাবস্থা বা মেনোপজের সময় হরমোন পরিবর্তন।

3. স্ট্রেস ও মানসিক চাপ

• দীর্ঘদিন মানসিক চাপ বা টেনশনের কারণে চুল পড়া বাড়ে।

4. ত্বকের সমস্যা

• খুশকি, ফাংগাল ইনফেকশন, সেবোরেইক ডার্মাটাইটিস।

5. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

• ক্যান্সার, ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ, গর্ভনিরোধক ইত্যাদি ওষুধ।

6. বংশগত কারণ (Genetic)

• পুরুষদের টাক পড়া (Male Pattern Baldness) বা মহিলাদের হেয়ার থিনিং।

7. খারাপ জীবনযাপন

• অতিরিক্ত জেল/কেমিক্যাল ব্যবহার, অতিরিক্ত হেয়ার ড্রায়ার বা হিট ব্যবহার, ঘুমের অভাব।

 

 

✅ সমাধান ও প্রতিকার

1. সুষম খাদ্যাভ্যাস

• ডিম, মাছ, দুধ, বাদাম, শাকসবজি, ফল, ডাল ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া।

• আয়রন ও জিঙ্কযুক্ত খাবার (যেমন– পালং শাক, কলিজা, ডালিম)।

2. হেয়ার কেয়ার রুটিন

• মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন, বেশি কেমিক্যাল এড়িয়ে চলুন।

• নারকেল তেল, আমন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে নিয়মিত মাথায় মালিশ।

3. স্ট্রেস কমানো

• যোগব্যায়াম, মেডিটেশন, পর্যাপ্ত ঘুম।

4. ত্বকের যত্ন

• খুশকি বা ফাংগাল ইনফেকশন থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু বা ডাক্তারের পরামর্শমতো ওষুধ।

5. ডাক্তারের পরামর্শ

• হরমোন, থাইরয়েড, রক্তের ঘাটতি থাকলে ডাক্তারি টেস্ট ও চিকিৎসা নিতে হবে।

• অতিরিক্ত চুল পড়লে ডার্মাটোলজিস্ট/ট্রাইকোলজিস্ট দেখানো জরুরি।

6. লাইফস্টাইল পরিবর্তন

• ধূমপান-অ্যালকোহল কমানো, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম

Share Views: 205