Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

হাটু বা শরীরের জয়েন্টে ব্যথা কেন হয়? লক্ষণ ও চিকিৎসা।

হাটু বা শরীরের জয়েন্টে ব্যথা কেন হয়? লক্ষণ ও চিকিৎসা।

হাঁটু বা শরীরের জয়েন্টে ব্যথা (যাকে অনেক সময় বাত ব্যথা বা আর্থ্রাইটিস বলা হয়) একটি সাধারণ সমস্যা। এটি বয়স, হাড়-জোড়ের সমস্যা, আঘাত বা শরীরে প্রদাহের কারণে হতে পারে। নিচে বিস্তারিত দেওয়া হলো:

 

 

🔹 কেন হাঁটু বা জয়েন্টে ব্যথা হয়?

1. বয়সজনিত ক্ষয় → বয়স বাড়লে হাড়ের কার্টিলেজ ক্ষয় হয় (Osteoarthritis)।

2. প্রদাহজনিত বাত → শরীরের ইমিউন সিস্টেমের গোলমাল (Rheumatoid arthritis)।

3. ইউরিক এসিড জমা হওয়া → গেঁটে বাত (Gout)।

4. অতিরিক্ত ওজন → হাড়ের জয়েন্টে চাপ বেড়ে যায়।

5. আঘাত বা দুর্ঘটনা → হাড়-জোড়ের লিগামেন্ট বা কার্টিলেজ ক্ষতি।

6. সংক্রমণ → জয়েন্টে ইনফেকশন হলে ব্যথা ও ফোলা হয়।

7. ভিটামিন D, ক্যালসিয়াম ঘাটতি → হাড় দুর্বল হয়ে যায়।

 

 

🔹 জয়েন্ট ব্যথার লক্ষণ

• জয়েন্টে ব্যথা ও শক্ত হয়ে যাওয়া

• হাঁটতে কষ্ট বা সিঁড়ি উঠতে সমস্যা

• জয়েন্টে ফোলা বা লালচে ভাব

• জয়েন্ট নড়াচড়ায় কট কট শব্দ

• সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্ট শক্ত হয়ে যাওয়া (বিশেষত রিউমাটয়েড আর্থ্রাইটিসে)

• গেঁটে বাতের ক্ষেত্রে হঠাৎ তীব্র ব্যথা, লাল ফোলা জয়েন্ট

 

 

🔹 চিকিৎসা ও করণীয়

 

👉 ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি (বিশেষ করে দীর্ঘদিনের ব্যথা হলে)।

 

ঘরোয়া ও প্রাথমিক করণীয়

• বিশ্রাম নিন, অতিরিক্ত চাপ এড়ান।

• গরম বা ঠান্ডা সেঁক দিন (প্রয়োজন অনুযায়ী)।

• ওজন নিয়ন্ত্রণ করুন।

• হালকা ব্যায়াম ও ফিজিওথেরাপি করুন।

• সুষম খাবার খান (দুধ, মাছ, ডিম, শাক-সবজি, বাদাম)।

• পর্যাপ্ত ভিটামিন D ও ক্যালসিয়াম গ্রহণ করুন।

 

ওষুধ চিকিৎসা (ডাক্তারের পরামর্শে)

• ব্যথা কমানোর ওষুধ (Painkiller / NSAID)

• প্রদাহ কমানোর ওষুধ

• রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে বিশেষ ওষুধ (DMARDs)

• গেঁটে বাত হলে ইউরিক এসিড কমানোর ওষুধ

• প্রয়োজনে ইনজেকশন (স্টেরয়েড বা হায়ালুরনিক অ্যাসিড)

• গুরুতর ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি

 

 

👉 যদি হঠাৎ জয়েন্ট ফুলে যায়, লাল হয়ে যায় বা তীব্র ব্যথা হয় তবে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

Share Views: 135