Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

হৃদরোগের কারন লক্ষণ ও চিকিৎসা।

হৃদরোগের  কারন লক্ষণ ও চিকিৎসা।

হৃদরোগ (Heart disease) মানে সাধারণত হৃদপিণ্ড ও রক্তনালীর সমস্যা। এটি ধীরে ধীরে বা হঠাৎ করেও দেখা দিতে পারে। সময়মতো শনাক্ত করা খুব গুরুত্বপূর্ণ।

🩺 হৃদরোগের সাধারণ লক্ষণ

  1. বুকে ব্যথা বা চাপ

    • বুকের মাঝখানে বা বাঁ দিকের বুকে ভারি চাপ, জ্বালা বা ব্যথা।
    • ব্যথা হাত, ঘাড়, পিঠ, চোয়াল বা পেটে ছড়িয়ে যেতে পারে।
  2. শ্বাসকষ্ট

    • সামান্য হাঁটাহাঁটি বা কাজ করলেই শ্বাস নিতে কষ্ট হওয়া।
    • শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়তে পারে।
  3. দুর্বলতা ও মাথা ঘোরা

    • শরীরে শক্তি কমে যাওয়া, সহজেই ক্লান্ত হয়ে পড়া।
    • মাথা ঘুরে পড়েও যেতে পারেন।
  4. হৃদস্পন্দনের অস্বাভাবিকতা (Palpitation)

    • হৃদপিণ্ড দ্রুত বা অনিয়মিতভাবে ধড়ফড় করা।
  5. গোড়ালি, পা বা পেট ফুলে যাওয়া (সোয়েলিং)

    • হার্ট দুর্বল হলে শরীরে পানি জমে যায়।
  6. ঘাম হওয়া ও অস্বস্তি

    • অনেক সময় বুকব্যথার সাথে ঠান্ডা ঘাম হয়।

⚠️ জরুরি সতর্ক সংকেত

  • হঠাৎ তীব্র বুকব্যথা
  • শ্বাস নিতে মারাত্মক কষ্ট
  • অজ্ঞান হয়ে যাওয়া

👉 এগুলো হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।


💊 হৃদরোগের চিকিৎসা

চিকিৎসা রোগের ধরন অনুযায়ী ভিন্ন হয় (হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, করোনারি আর্টারি ডিজিজ, ভালভের সমস্যা ইত্যাদি)। সাধারণতঃ –

  1. ওষুধের মাধ্যমে চিকিৎসা

    • ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের ওষুধ
    • কোলেস্টেরল কমানোর ওষুধ
    • ব্লাড থিনার (রক্ত পাতলা রাখে)
    • হৃদস্পন্দন নিয়ন্ত্রণের ওষুধ
  2. লাইফস্টাইল পরিবর্তন

    • ধূমপান ও মদ্যপান ত্যাগ
    • চর্বি ও লবণ কমানো
    • নিয়মিত ব্যায়াম (ডাক্তার নির্দেশনা অনুযায়ী)
    • ওজন নিয়ন্ত্রণ
  3. অপারেশন বা বিশেষ চিকিৎসা

    • Angioplasty (রক্তনালীতে স্টেন্ট বসানো)
    • Bypass surgery
    • Pacemaker/Valve replacement

পরামর্শ:
যদি উপরের লক্ষণগুলোর কোনোটি দেখা দেয়, বিশেষ করে বুকব্যথা বা শ্বাসকষ্ট, তবে দেরি না করে দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।


 

Share Views: 120