Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

ঘুমের মধ্যে পায়ের রগ টান খেলে কোন রোগের লক্ষণ ও চিকিৎসা।

ঘুমের মধ্যে পায়ের রগ টান খেলে কোন রোগের লক্ষণ ও চিকিৎসা।

ঘুমের মধ্যে পায়ের রগ হঠাৎ টান ধরা (Leg cramp) অনেকেরই হয়ে থাকে। এটি বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হলেও বারবার হলে কিছু রোগ বা শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।

সম্ভাব্য কারণ / রোগের লক্ষণ

  1. ইলেকট্রোলাইট ঘাটতি
    • শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের অভাব হলে রগ টানতে পারে।
  2. ডিহাইড্রেশন (পানিশূন্যতা)
    • কম পানি পান করলে মাংসপেশীতে খিঁচুনি হয়।
  3. রক্তসঞ্চালন সমস্যা
    • পায়ে রক্তপ্রবাহ ঠিকমতো না হলে রগ টান ধরা সম্ভব।
  4. স্নায়ুর সমস্যা
    • স্নায়ু চাপে থাকলে বা নিউরোপ্যাথি থাকলেও হতে পারে।
  5. ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি বা লিভারের সমস্যা
    • দীর্ঘমেয়াদে এসব রোগে পেশীতে ক্র্যাম্প হতে পারে।
  6. গর্ভাবস্থা
    • গর্ভবতী নারীদের ক্ষেত্রে বেশি হয়।
  7. অতিরিক্ত ব্যায়াম বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে/বসে থাকা
    • অতিরিক্ত চাপ পেশীতে টান ধরাতে পারে।

করণীয় ও চিকিৎসা

✅ তাৎক্ষণিক করণীয়

  • টান ধরা পা আস্তে আস্তে সোজা করে টানুন।
  • পায়ের পাতা নিজের দিকে টেনে ধরুন (stretching)।
  • হালকা গরম পানিতে সেঁক দিলে আরাম পাওয়া যায়।
  • হালকা মাসাজ করতে পারেন।

✅ প্রতিরোধ ও দীর্ঘমেয়াদি সমাধান

  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
  • নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন (বিশেষ করে ঘুমের আগে পায়ের স্ট্রেচিং)।
  • খাবারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ খাবার রাখুন (দুধ, কলা, বাদাম, শাকসবজি)।
  • দীর্ঘসময় এক ভঙ্গিতে দাঁড়িয়ে বা বসে থাকবেন না।
  • গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন ঘুমের আগে।

✅ ডাক্তারের শরণাপন্ন হোন যদি—

  • খুব ঘন ঘন পায়ের রগ টানে,
  • ব্যথা অনেকক্ষণ থাকে বা হাঁটতে কষ্ট হয়,
  • পা ফুলে যায় বা অবশ লাগে,
  • সাথে অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ (ডায়াবেটিস, কিডনি, থাইরয়েড) থাকে।

 

Share Views: 156