Update News

প্রিয় ভিজিট'র আসসালামু আলাইকুম DoctorEbari.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা সিলেট বিভাগে ফেইসবুক গ্রুপ- "সিলেট ডাক্তারি সহায়তা" এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত ফ্রী'তে ডাক্তারি তথ্যসেবা দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সুবিধাভোগিদের কথা চিন্তা করে আরও উন্নত চিকিৎসা তথ্য সেবা সহজ ভাবে প্রদান করার লক্ষে "DoctorEbari.com এর শুভসূচনা করলাম। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার কাঙ্খিত ডাক্তারের তথ্য এবং বেশ কিছু ডাক্তারের Appointment নিতে পারেন। আপনাদের যে কোন পরামর্শ, কোন তথ্য Update এর প্রয়োজন হলে বলবেন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +447380563143

করোনা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা

করোনা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা

করোনা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা-

করোনা ভাইরাস নিয়ে কোন টপিক সামনে আসলে প্রথমেই করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরের কথা মনে পড়ে যায়। 

নভেম্বর ২০১৯ সালে উহান শহরে প্রথম এই ভাইরাস (কোভিড-১৯) এর সন্ধান পাওয়া যায়। প্রথম দিকে বিশ্ববাসী এই ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যায়িত করেন এবং চীন এই ভাইরাস আবিষ্কার করেছে বিশ্ব অর্থনৈতিক ডাউন করার জন্য। যাহাতে বিশ্ব বাজারে একমাত্র তারাই রাজত্ব করতে পারে। কিন্তু এই ধারণা ভুল কিনা সঠিক এখনোও কেউ বলতে পারবে না। যাই হোক এখন আসা যাক আমাদের বাংলাদেশের দিকে, আমাদের দেশ একটি উন্নয়শীল দেশ তার মধ্যে রাজনৈতিক দলের মধ্যে বিরোধিতা লেগেই থাকে। যখন উন্নত দেশগুলোতে করোনা ছড়িয়ে পরে এবং সেই দেশগুলো করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য হিমসিম খাচ্ছিলো তখন ভাবছিলাম এই বুঝি আমাদের দেশ শুন্য হওয়ার মিশিন আসতেছে সব রাজনৈতিক রাজ্য ছেড়ে যেতে হবে আপন ঘরে কিন্তু না আল্লাহর মেহেরবানীতে বেঁচে যাই সেই যাত্রায়।


কিন্তু বর্তমানে এই পপরিস্থিতি কেমন হবে?  আমরা কি চিন্তা করে দেখেছি?  আমরা সচেতনতার কথা বলি কিন্তু কত জন লোক সচেতনতা মানে। আমাদের দেশের একদল লোক করোনা ভাইরাস নিয়ে ট্রল করে স্যোসাল মিডিয়া গুলোতে দেখলে বুঝা যায়।

হাসপাতালে গেলে দেখা যায় এক জন্য রোগির সাথে তিন/চার জন্য রোগির আত্নীয় হাসপাতালের সিটে বসে আড্ডা দিচ্ছেন। আর মার্কেটিং, পার্ক, পর্যটন স্থান গুলার কথা বাদই দিলাম। 

আমাদের যেভাবে মাস্ক পরার কথা সেই ভাবে মাস্ক পড়ি না। হয়ত গলার নিচে না হয় পকেটে তা হলে মাস্ক পরে লাভ কি। 

গাড়িতে বসলে এক সিট গ্যাপ রাখার কথা কিন্তু ঠিকই বসে আসে, উভয় সিটের ভাড়া কিন্তু দুই জন এর কাছ থেকে নেওয়া হচ্ছে ডাবল। 

দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে প্রখরতা কিন্তু আমরা হচ্ছি উদাসিনতা।  আমাদের চিন্তাভাবনা এমন করোনা তো আগে আসছিল কিছুই হয় নাই এখনো হবে না। কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো আগে হয় আমাদের এত এফেক্ট করে নাই কিন্তু এখন যে হারে বাড়তেছে যদি আমরা যচেতন না হই কোন উপায় থাকবেন না বাঁচার।  উন্নত দেশগুলোতে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থার কারনে হয়ত প্রানহানি কম হয়েছে। কিন্তু আমাদের দেশে নাই ভাল হাসপাতাল নেই, আইসিইউ নেই প্রর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ব্যবস্থার অভাব।

তাই আমাদের সচেতন হওয়ার সময় এখন এবং সরকারের শুধু দায়িত্ব নয় সচেতন করার আমার আপনার দায়িত্ব নিজে সচেতন হওয়ার নিজেকে সুস্থ রাখার এবং নিজে সুস্থ রাখার যেমন জরুরী আপনার পরিবারকে ও সুস্থ রাখার দায়িত্ব আপনার। করোনা ভাইরাস কে ভয় না করে স্বাস্থ্য মন্ত্রণালয় এর নিয়ম নীতি মেনে চলুন, সবাই একটু সচেতন থাকুন। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। নিয়মিত সাবান দিয়ে হাত ভালোভাবে ধৌত করবেন। লোকসমাগম জায়গা পরিহার করুন। পরিবারের সবাইকে মাস্ক পড়তে বলুন। আপনার আমার সচেতনতাই পারে সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে। ভাল থাকুন, সুস্থ থাকুন।

Share Views: 841